Subscribe in a reader ASTRONOMY: 2013

Monday 19 August 2013

Life Outside Earth

Is there life outside earth?
The famous American designer, architect and futurist Buckminster Fuller once said “Either we are alone in Universe or we are not. Either way the implications are staggering”.


At least from the time human beings became aware that there are worlds outside earth they are confronted with this fundamental and profound question. Answer to this question beyond doubt has not been found yet, but we are in an age where we will be beginning to get it.
Evolution of science

There are a few primary conditions for life to evolve.
The first condition is existence of other planets other than earth in the solar system and away from our own solar system. We know that planets evolve from the gas and dust surrounding a star due to radiation. The gas and dust slowly accrete to asteroids and then planets itself due to gravitation. It is now known from scientific observation that is a common and often repeated process in this universe. Although some new data suggests that this may not be the only way planets can form. From the recent data we can say that there is almost uncountable number of planets in cosmos.
Formation of planets
Secondly, for life to evolve as we know in our earth there must be carbon and water in that planet. As we now know both of these are abundantly available in universe. Carbon is created by nuclear fusion inside a star. Many stars die with a huge explosion (called supernovas) and carbon created from them are scattered in the interstellar space. The carbon that has reached earth has a history of birth and of many many stars. We are mostly composed of carbon and the history of each carbon atom is different, they were born inside different millions and billions of stars. The universe was created roughly 13.7 billion years ago with a big bang ( although we cannot say that this theory is proved beyond doubt).However as more time has passed from creation of this universe there have been birth and death of more stars and therefore more carbon atoms have born. Therefore this universe has become progressively more fit for life with age. The life as we know in earth has the definition of same genetic code or DNA. Without this cells cannot divide and reproduce itself which is the definition of life.

Abundance of carbon in cosmos


DNA

But when we are talking about life outside earth we must remember that there can be life whose chief elements may not be carbon and water. Although we do not know there perhaps can be life without carbon and water. Secondly carbon may be able create such fundamental element of life which is not DNA. We also must consider a third possibility. The power and artificial intelligence of computers and robots run by computers are increasing at a tremendous rate. The power of smart phones which we use in our pockets for everyday purpose is 50 times more than the first computer ENIAC built in 1946. ENIAC was as big as a large size apartment (1800 square feet or 167 square meters). According to the Moore’s Law the intelligence of computers and robots will be equal to the humans within next 20-30 years (this 2013).There is a high possibility that those computers and robots will act like a living creature and will reproduce like a living creature. Therefore these robots will also be called living beings. When we consider life in cosmos we must remember these possibilities.




ENIAC


SMART PHONE

Life has earth has evolved within a relatively short time (1 billion years) after birth of earth (4.6 billion years). At this point of time the atmosphere of earth was highly hostile for life. Different highly toxic gases, high volcanic activity, and intensely frequent impacts from outer space were big deterrent to life. But in spite of all of these life came early in earth.
Secondly, as I said earlier, that the chief ingredients for life, carbon and water, are abundantly available in cosmos.
Thirdly it is observed that life evolves easily when the chief ingredients of life are available together. We do not know the total process of making of life entirely. We do not know whether life cells will ever be generated in laboratory totally, however, we do know that the fundamental ingredients of life very easily combine with each other to produce life.
Fourthly, it has been observed that life is created almost in any natural condition.  We need a rather mild condition to live, that is, humans cannot live in very high or low pressures or temperature and pressure or in hostile natural conditions. We also need sunlight for our existence. But there are many species on earth, especially microbes, which can withstand much more extreme conditions. Microbes are found where rain has not fallen for last 100 years, there are tremendously toxic elements, the pressures are too high (1000 times), where there is very high level of nuclear radiation and where no sunlight ever reaches. So life can evolve in conditions in much more hostile conditions than we can imagine.



Life in extreme heat


Life in extreme cold


Life in extreme toxicity


Life in extreme radiation


Life in extreme isolation

Lastly as per latest estimates the number of places in cosmos where life can evolve (including life like human beings) are almost innumerable.
So every ingredient and condition for life to be created is present in the universe we know.


Probability of life in universe
Now let us see whether we can find any glimpse of life in our own solar system. The planet which tantalizes us most is of course Mars. From observations of telescopes and space missions to Mars we know that its surface is a desert. At some point of time, 2-3 billion years ago, there was water in its surface which has since evaporated. Therefore if there is life in Mars it is in form of microbes beneath its surface. But we have observed something in Mars which has great implications. It is clear from the photographs taken of Mars that from beneath sprouts to the surface in considerable quantities even now. So there is obviously water below the surface of mars. How much below, 5, 10, 15 or 100 meters, we do not know. All the robots those have been sent to mars till now only can scratch the surface, so at this point of time we cannot search for life in mars to a great extent. But in near future space missions to mars will explore it much deeper. Within 2020 mars will be crowded by human space missions and extensive researches will happen. So we can hope that we will know about life in mars within next decade.


Evidence of water in Mars

The next place that catches our attention is the big satellite of Jupiter, Europa (Europa is visible even with a small telescope).  The surface of Europa is covered with 500 to 1 kilometer thick ice. But beneath it is many kilometer deep ocean of liquid water. This water is slightly warm by the heat from the interior of the satellite, although it is still very cold. However it is not so cold that life cannot exist here. We are getting to know a lot of places which are very cold as it are but life is possible there. NASA has a plan to explore the interior of Europa with the help of nuclear energy.


Surface of Europa


Interior of Europa

Another very exciting place is Titan, satellite of Saturn. There are intriguing similarities between surface of Titan and earth. There is not only liquid on the surface of titan but full rivers and lakes. Although those rivers and lakes are made of liquid methane and ethane. There are active volcanoes here. It has an atmosphere which is full of nitrogen, a chief component of atmosphere of earth. It is not impossible that the chemistry of methane, ethane, ammonia and water (which is beneath the surface) has created some exotic form of life here. NASA has plans for going to Titan also but that is at least a decade away from now. 


Lacus Ontario of Titan


There is also this small satellite of Saturn, Enceladus. The diameter of Enceladus is only 500 kilometer. But water and salt is sprouting out from beneath its surface through geysers. Water is here also below the surface.


Enceladus

If we only think of the fundamental ingredients of life, that is, liquid water, organic molecules and required heat and energy then there are a dozen of places inside our solar system, counting planets and moons of planets. It is not at all impossible that at least microbes exist in a few of these places.
In 1995 scientists first found planets outside our solar system. The planet is in the constellation of Pegasus and it is revolving around a star named Pegasi 51.From this time onwards new planets were found quite regularly. In 2009 NASA sent a space observatory Kepler which can find planets much more precision in a specific part of the sky. Let me explain a bit how planets outside our solar system are found. The amount of light from the planets are so small compared to the luminosity of stars that it is not possible to catch it with our present telescopes and indirect methods are applied. Stars wobble due to the gravitational pull of planets. Also when the planets cross the equatorial plane of the star then there is an eclipse of the star due to the planet. By calculating the wobble of the star and how much light is reduced during the eclipse one can get the mass and volume of the planet. From that we get the density of it. From the density of the planet one can calculate what material it is made of.


Kepler spacecraft


Less light from star during eclipse at Kepler's observation
(in the graph below) from which we know about planets

The first planets those were found were giant gaseous planets like Jupiter. Although there may not be life in those the satellites of these planets may harbor life. With the development of technology and precision of observation much smaller and almost all sorts of planets (expected and unexpected) are being found. Planets made of almost totally liquid water, made of metals and also made of mixture of metals and water are all found. By computer modeling it has been found that in the solar system of a sun like star there 2-5 planets made of rock and water (like earth) and out of those 10-20% are in a habitable zone (that is habitable for living beings in earth). How far away is the habitable zone is from the star depends on the temperature and luminosity of the star. Some people call this habitable zone as Goldilock Zone. Computer modeling also tells us that earth like planets which are made of water and rock is not all rare but quite abundant. Now let us see what observations from Kepler tells us. Until July 2013 Kepler has found 134 confirmed and 3277 unconfirmed (till now) and 76 other solar systems. It is expected that 90% of the unconfirmed planets are actually planets (it will take a little time to confirm them). One must remember that Kepler has searched for planets within only a limited portion of the sky. The big news is two planets, 1200 light years away (named Kepler 62E and 62F), were found which are most probably made of water and rock like earth and also are in Goldilock zone. Even the star when viewed from the planet looks like our sun. Scientists are of the opinion that it is a big step forward. The most important thing is from the data sent by Kepler (by the research on the data till now) it is estimated that there are 100 billion planets like earth which are habitable in our Milkyway galaxy itself. Since we know there are 500 billion galaxies in visible universe, so the number of planets fit for life in the universe we know are almost unimaginable.
Until now we have tried to know whether there are any other earthlike (constituent and habitability wise) planets elsewhere. This endeavor will continue. But how will we know whether there are actually life in them? The planets are so far away (many light years away) that it will be impossible for us in near or remote future to go to them. But what can be done and soon we will do is to analyze the light from those planets through huge telescopes and see whether the atmosphere of those planets contain the ingredients which should be there if there is life. These ingredients are ozone, water, oxygen, methane etc. If there is no life then the possibility of these elements to be present in the atmosphere, particularly together, is miniscule for scientific reasons. So if can detect these elements in the atmosphere we can deduce that there is life. For this reason very big telescopes like VLT in Chile and LBT in Arizona have just been built which can collect even very minute amount of light. These and the James Webb telescope which will be sent to space in 2018 will carry out this kind of research. So we can hope that as a result of this research we will get an answer to the question whether there is life elsewhere in the next decade. 


James Webb space telescope

But we have to remember if we get Earth 2.0 it will not be exactly like earth. Neither can we hope to go and colonize there if there is problem in earth or for that matter for joy ride in near future. The reason is they will be a few hundred or more light years away and we do not know when the science and technology will come, or ever come.
Well this was a rough estimate of places where there can be life. But what about advanced lives, who are as or even more intelligent than us, humans? Are they there and if so in how many places?
To get an idea of it we have to do a list of how many intelligent life are there in our earth. Although we do not think microbes as intelligent beings their capacity is far more than we assume. Microbes are quite developed bio factories and they can understand magnetic fields, can produce nano wires and they have a communal capacity to anticipate the atmosphere and they can also make friends with other species of microbes.


Things microbes can do

Next we come to various insects. Termites can build structures which are huge compared to their own size. Some of the termite mounds are bigger than biggest of sky scrapers we have built if we compare our size and the size of termites


Termite mounds

In some insects the intelligence is distributed in the hive or colony instead of within individuals. They have complex social behavior and they are efficient in specific jobs. Also they can communicate with each other chemically.


Ordinary insects


Among those which we call pets, parrots are very playful and talkative, defines new words and can understand the concept of zero. It has been seen that when a crow is a given food within a bottle and something similar to a wire, it can take the food away from the bottle by bending the wire. Rats are also quite complex. They can anticipate sexual mating and they can reflect upon their own thoughts (meta cognition).

   Rat and parrot

There are also beings of whose intelligence we know very little and we cannot communicate with them. Like the sea living cephalopods (example octopus). Their brains are distributed in their bodies and when one arm is severed from the body it acts like a self sufficient creature. The divers have found out some peculiar abilities of these creatures. These are aliens in our own planet. If we want to know about aliens we have to know these far better.

Cephalopods

If we compare our brain mass with the body mass we special but not very far above many others.

Comparison of brain and body mass of earthlings

Like the dolphins called orcas (which are known as killer whale as well).They do not have any natural enemies except humans, the brain mass compared to body is big and complex like humans, they talk with each other in a very complex and developed language, they have their families and societies, they nurture their offspring (up to a comparative age similar to humans), they take life partners like marriage. although they do not have cell phones and internets mostly perhaps because they do not have fingers and neither do possess cars (which they do not need) or bombs which is not their loss. Also they are supremely adapted to their environment.

Orcas

If we take a look at the increment of intelligence of living beings in earth it has happened in a much accelerated way in last 2 million years and particularly last 100,000 years. If we consider the increase in brain mass compared to the body mass then we see that increase in brain mass compared to the body of beings like humans have happened comparatively very recently and if aliens came to this earth in last 50 million years they would have found the dolphins and whales (or their ancestors) as the most brainy creatures in earth.


Evolution of intelligence

We can do a list of how many types of life is there. Firstly the cells can be of many types. Secondly the slow change in life forms by natural selection and mutation that we see in earth can be greatly enhanced by gene swapping which can happen elsewhere. Also, although the life in earth is composed of cells. it may not be necessary to have cells to do what life does. There are things which are not cells but when connected to each other act like cells. very small bio particles can act like living things by connected to each through geo engineering, may be in a planetary scale.

Also there can be new forms of life by changing the genetic code. The life we know in earth are composed of DNA, RNA, and protein. There can be life forms which do not require all these. Information equivalent to information inside a few DVDs are inside our genetic code the principles of bio chemistry allows for even more compaction which will greatly enhance evolution. There can be life which evolve without water and carbon. Also there can be life which we will not recognize as life.




Possible different types of life elsewhere

Although life started in earth at around 3.6 billion years ago it is the development of humans (a few 100.000 years ago) and then through civilization and books (a few thousand years) that information sharing gathered momentum. It has exploded in last few decades in digital age and the steep rise in information sharing has made it to 1019 times than it originally was. As I said earlier the intelligence of computers and robots will equal that of humans within 20-30 years and although we may not go to other planets we will be able to send these robots to them and even if we travel at one tenth speed of light without breaking the barriers of relativity theory we will colonize the Milkyway in 15 million years.


Colonization of our galaxy with help of robots

In 1950 the famous scientist Enrico Fermi said something very interesting. he said that our civilization is very young and with the natural evolution of it we will venture to other planets very soon. He thought of imaginable uncountable habitable places and said that it is quite possible that an exact replica is earth is somewhere there in which life has evolved 60 million years earlier. In that case the civilization there has that much head start to us. To them we might be like anaerobic bacteria to us.

Enrico Fermi

The answer to Fermi question can be many. 1) We are alone. Nowhere else has civilization and technology evolved, our civilization is an accident. 2) Civilizations like us are rare and too far away by apace and time. This cosmos is a very big place; our own galaxy is a very big place. 3) They are there but we do not have the capacity to recognize them. 4) They are there and they are so much advanced compared to us that they have no interest in us. And lastly the life in earth may be started by some of the aliens.

Answers to Fermi question

How can there be communication between earthlings and aliens? There is this outlandish possibility that they are amongst us right now but we are not recognizing them. If this is true then by logic you or can be an alien. But if we for the moment discount this possibility then what we get? To get an idea of number of places where civilization and technology like ours (or better) have developed, a scientist named Frank Drake has developed an equation (called Drake equation). It goes like this

N= R* . fp . ne . fl . fi . fc . L

N = The number of advanced civilizations  with whom communication is possible
R* = Average number of stars in our galaxy per year
fp = the fraction of these planets which have planets
ne = The fraction among these stars with planets in which life is possible
fl = The fraction in which life have actually evolved among those planets in which life is possible.
fc = The fraction among those lives which has developed such technology that signals sent by them are possible to detect.
L = The amount of time these civilizations are sending these signals
The equation is very easily understandable and a gradually diminishing number. I will only say a little about the last quantity L. It is possible that the advanced civilizations may become extinct after some time (because of things like nuclear bombs or heating up of planet due to green house gases). So it is a matter of conjecture that even though advanced civilizations happen how long they will last. The first three numbers in thus equation are already determined or being determined through scientific data. Remaining numbers are still totally a matter of personal guesswork.

Drake Equation

Among the spacecrafts sent by man a plaque containing some symbols in a bottle in Pioneer 10 and a gramophone record in Voyager has been sent as information about human civilization and technology. Both of these have left our solar system and perhaps will reach some other civilization someday.

Picture sent in Pioneer 10

Gramophone record sent in Voyager

There has been an experiments going on for last 50 years or so to catch signals from extraterrestrial civilization called Search for Extraterrestrial Intelligence or SETI. It is made in such a way that signals in radio wavelength as also optical pulse lasers from outer space can be detected as well as sent. Although there has been silence for last 50 years the experiment is reaching an exciting stage within next 20 years because at that time it will be possible to detect signals from any planet within 3000 light years away (which numbers 100 million) as also we will be able to send signals to them. So there is a possibility that we will connect with aliens in the lifetime of many living now. But it must be remembered any civilization we will connect with must necessarily be very close to ours because not in a very far future from now we ourselves will not use radio signals or optical pulse lasers.

SETI

There is no guarantee that our connection with aliens will be a happy experience because 1) they can ignore us, 2) they may think us as their prey and attack us.

I will end this article with an example. the number of planets we know of through Kepler is almost equal to a pinch of sand in our finger tips. The number is around 3000. I have already told you that the possible number of habitable worlds according to current estimate is around 100 billion in our galaxy. Now if we consider 500 billion galaxies in the visible universe then the number of habitable world will become equal to the number of sand particles that is visible seating in a sea beach. Now it is your guess in how many of them living beings are advanced enough that they are searching for life elsewhere.

No of planets Kepler has detected


No of habitable planets in universe

END

This article is inspired by a lecture of eminent cosmologist Professor Chris Impey of University of Arizona. Most of the data given are from his lecture which can be found in You Tube

Thursday 8 August 2013

MOHA BISHYE PRAN মহাবিশ্বে প্রাণ

মহাবিশ্বে প্রাণ
এই মহাবিশ্বে ,পৃথিবীর বাইরে কি প্রাণ আছে ? মার্কিন স্থপতি, উদ্ভাবক এবং ভবিষ্যৎ বক্তা বাকমিন্সটার ফুলার একটি কথা বলেছিলেন যে “ এই পৃথিবীর বাইরে প্রাণ আছে বা নেই । উভয় ক্ষেত্রেই মানুষের কাছে তার তাৎপর্য অপরিসীম”।

 অন্তত পক্ষে যবে থেকে মানুষ জানতে পারে যে পৃথিবীর বাইরেও একটা জগত আছে তবে থেকে মানুষের মনকে সুদূর এই প্রশ্নের সম্মুখে দাঁড় করিয়েছে । এ প্রশ্নের একেবারে প্রামান্য উত্তর আজো মেলেনি, কিন্তু আমরা এই যুগে দাঁড়িয়ে বোধহয় এর কিছুটা উত্তর পেতে চলেছি । 

সভ্যতার বিকাশ 
বিজ্ঞান আমাদের অনেক কিছু প্রশ্নের জবাব দিয়েছে এবং আর কিছুর উত্তর শীঘ্র দিতে চলেছে প্রাণ জন্মাতে গেলে কয়েকটি প্রাথমিক শর্ত আছে। প্রথম শর্ত পৃথিবী এবং সৌরজগতের বাইরে গ্রহের অবস্থিতি, কারন নক্ষত্রে তার অত্যন্ত বেশি তাপমাত্রার জন্যে প্রাণ থাকা অসম্ভব। আমরা জানতে পেরেছি যখন নক্ষত্ররা জন্মায় তখন তার চারপাশে যে সমস্ত গ্যাস ও ধূলিকনা মহাকর্ষ বা গ্র্যাভিটেশনের ফলে জমে জমে ক্রমশ প্রথমে আস্টিরয়েড বা গ্রহাণু ও পরে গ্রহে পরিনত হয় । বৈজ্ঞানিক পয্যবেক্ষণের ফলে জানা গেছে যে এটি একটি অত্যন্ত সাধারণ এবং বহুঘটিত ব্যাপার যদিও নতুন তথ্য যা জানা গেছে তাতে এটাই যে একমাত্র গ্রহের জন্মের উপায় তা নাও হতে পারে । এখন পর্যন্ত যা তথ্য পাওয়া গেছে তাতে এই মহাবিশ্বে অকল্পনীয় সংখ্যক গ্রহের অবস্থিতিই সম্ভাব্য ঘটনা।


গ্রহের উৎপত্তি 
দ্বিতীয়ত প্রাণ যে ভাবে আমরা পৃথিবীতে জানি তা থাকতে গেলে সেই গ্রহে কার্বন ও জল থাকতে হবে । যা জানা গেছে এই দুটোই এই ব্রহ্মান্ডে বহুল পরিমাণে আছে। কার্বন তৈরি হয় তারার মধ্যে পারমানবিক গলন বা নিউক্লিয়ার ফিউসনের জন্যে। অনেক নক্ষত্রের মৃত্যুকালে সুপারনোভা বিস্ফোরণের সময় তা মহাজাগতিক শূন্যে ছড়িয়ে পড়ে। আমাদের পৃথিবীতে যে কার্বন আছে তা অনেক তারার জন্ম ও মৃত্যুর শেষে পৃথিবীতে পৌঁছেছেআমাদের দেহ মূলত কার্বন দিয়ে গঠিত এবং দেহের প্রত্যেকটি কার্বন পরমাণুর ইতিহাস আলাদা, তার জন্ম কোটি কোটি ভিন্ন তারার কন্দরে। এই ব্রহ্মাণ্ডের জন্ম প্রায় ১৩৭০ কোটি বছর আগে একটি মহা বিস্ফোরণ বা বিগ ব্যাং এর সুত্রে (যদিও এই মতবাদ যে সম্পূর্ণ প্রমানিত তা বলা যায় না)যত সময় গেছে তত বেশি তারার জন্ম ও মৃত্যু হয়েছে অর্থাৎ যত সময় গেছে তত বেশি কার্বন পরমাণুর সৃষ্টি হয়েছে। অর্থাৎ বয়েসের সঙ্গে সঙ্গে এই বিশ্ব আরো প্রাণের উপযুক্ত হয়েছে। আমাদের পৃথিবীতে প্রাণকে যেভাবে জানি তার সংজ্ঞা হল একই জেনেটিক কোড বা ডি.এন.এ বা ডি-অক্সিরিবনিউক্লেইক অ্যাসিডের উপস্থিতি। এটি ব্যতীত প্রাণের প্রাথমিক সেল গুলি নিজেকে পুনঃ প্রজনন ও বিভাজন করতে পারেনা যা জীবনের সংজ্ঞা। 

মহাবিশ্বে কার্বনের প্রতুলতা



ডি. এন. এ 
কিন্তু যখন আমরা পৃথিবীর বাইরে প্রানের কথা ভাবছি তখন এই সম্ভাবনার কথা মনে রাখতে হবে  যে এমন প্রাণও থাকতে পারে যার প্রাথমিক মূল আধার কার্বন এবং জল নাও হতে পারে। দ্বিতীয়ত কার্বন  এমন কোনো প্রাণের প্রাথমিক বস্তু কণা করতে সক্ষম করতে পারে যা হয়তো ডি.এন. এ নয়। আর একটি তৃ্তীয় সম্ভাবনার কথা মনে রাখতে হবে। কম্পিউটার এবং কম্পিউটার চালিত রোবট এর যান্ত্রিক বুদ্ধি ক্রমশ বেড়ে চলেছে অত্যন্ত প্রচণ্ড গতিতে। এখনকার স্মার্ট ফোন যা অনেকেরি এখন পকেটে থাকে তার ক্ষমতা প্রথম তৈরি কম্পিউটার (১৯৪৬ সালে) “এনিয়াক” এর চেয়ে ৫০ গূন বেশিএনিয়াক একটি বড় বাড়ির সমান বড় ছিল (১৮০০ স্কোয়ার ফিট বা ১৬৭ স্কোয়ার মিটার)মূর’স ল অনুযায়ী আগামি কুড়ি ত্রিশ (এটা ২০১৩ সাল) বছরের মধ্যে কম্পিউটার ও রোবটের বুদ্ধি মানুষের বুদ্ধির সমান হয়ে যাবে। সেই রোবটের প্রাণীর মত আচরণ করার এবং পরিশেষে প্রাণীর মত প্রজনন সক্ষম হবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সুতরাং একটি সময় আসবে যে এইসব রোবট গুলিও প্রাণী আখ্যা পাবে। সুতরাং মহাবিশ্বে প্রাণের কথা ভাবলে এই সব সম্ভাবনা গুলিও মনে রাখতে হবে।


                                       

এনিয়াক  


স্মার্ট ফোন 

যদি আমরা পৃথিবীতে প্রাণের ইতিহাস দেখি , দেখা যায় প্রাণ সৃষ্টি হয়েছে পৃথিবীর জন্মের অল্প কিছু পরেই, প্রায় ১০০ কোটি বছর পরে (পৃথিবীর বয়েস প্রায় ৪৬০ কোটি বছর)। এই সময় পৃথিবীর বায়ুমণ্ডল প্রাণের পক্ষে অত্যন্ত বিপদ সঙ্কুল ছিল। নানা রকম বিষাক্ত গ্যাস , মারাত্মক অগ্ন্যূৎপাত, এবং মহাকাশ থেকে প্রতিনিয়ত আশা বিশাল বিশাল উল্কা পাত প্রাণের পক্ষে অত্যন্ত প্রতিকূল ছিল। কিন্তু তা সত্তেও পৃথিবীতে প্রান এসেছে খুব শীঘ্র।
দ্বিতীয় তথ্য , যা আগেই বলেছি, তা হল যে এই মহাবিশ্বে প্রাণের মূল উপাদান কার্বন ও জল বহুল পরিমানে সুলভ।
তৃতীয়ত এও দেখা গেছে যে যখন প্রাণের মৌলিক উপাদান গুলি একসঙ্গে থাকে তখন খুব সহজেই প্রাণের সৃষ্টি হয়। এটা কি করে সম্ভব হয় তা অবশ্য আমরা এখনও পুরোপুরি জানিনা। ল্যাবরেটোরিতে এখনও পর্যন্ত একটি জীবন্ত প্রাণ কোষ এর জন্ম দেওয়া সম্ভব হয়নি যদিও কোষ সৃষ্টির কিছু ধাপ পরীক্ষাগারে সম্পন্ন করা গেছে। পরীক্ষাগারে প্রাণ সৃষ্টি কোনদিন পুরোপুরি করা যাবে কিনা জানিনা কিন্তু এটুকু নিশ্চিত প্রকৃতিতে প্রাণের মৌলিক উপাদান গুলি সহজেই মিলে মিশে প্রাণের সৃষ্টি করে।
চতুর্থত এটা দেখা যায় প্রাণ পৃথিবীতে প্রায় যে কোনো প্রাকৃতিক অবস্থায় উৎপন্ন হয়। আমাদের অর্থাৎ মানুষকে বাঁচবার জন্যে সাধারণত মৃদু ধরনের প্রকৃতির দরকার হয় অর্থাৎ খুব বেশি বা কম তাপমাত্রা, প্রতিকূল বাতাবরন বা খুব বেশি বা কম চাপ আমরা সহ্য করতে পারিনা। আমাদের বাঁচবার জন্যে সূর্যালোকেরও খুব প্রয়োজন। কিন্তু এ পৃথিবীতে এমন প্রাণী আছে বিশেষত বহু অণুজীব (microbes) যে গুলো অনেক বেশি প্রতিকুল অবস্থা সহ্য করতে পারে। এমন অণুজীব আছে যা যেখানে ১০০ বছর বৃষ্টি হয় নি, যেখানে অত্যন্ত বিষাক্ত গ্যাস বা পদার্থ রয়েছে, যেখানে প্রচণ্ড বেশি বা কম চাপ (১০০০ গুন), যেখানে তেজস্ক্রিয় বিকিরণ অত্যন্ত বেশি এবং যেখানে কোনো দিন সূর্যালোক পৌঁছয় না সেই সব জায়গাতে খুব স্বচ্ছন্দে বেঁচে থাকতে পারে। সুতরাং আমাদের সাধারন ধারনায় যা আসে তার চেয়ে বহু বহু গুণ প্রতিকূল অবস্থাতে প্রাণ বেঁচে থাকতে পারে।


অত্যন্ত বেশি তাপে প্রাণ
অত্যন্ত বেশি তেজস্ক্রিয় বিকিরণে প্রাণ    


খনির অন্ধকারে একাকি প্রাণ


অত্যন্ত বিষাক্ত পরিবেষে প্রাণ 



অত্যন্ত ঠাণ্ডায় প্রাণ 


 পঞ্চমত এই মহাবিশ্বে যেসব জায়গাতে প্রাণ বাঁচতে পারে (এমনকি মানুষের মত প্রাণ বাঁচতে পারে) তার সংখ্যা অগণ্য
সুতরাং প্রাণ থাকার সব কটি উপকরনই এই ব্রহ্মাণ্ডে রয়েছে।

মহাবিশ্বে প্রাণ থাকার কারণ 

এবার দেখা যাক এই সৌরজগতে প্রাণের কোনো আভাষ আমরা পাচ্ছি কিনা। আমাদের কাছের যে গ্রহ আমাদের এই ব্যাপারে সবচেয়ে প্রলুব্ধ করে তা হল মঙ্গল। দূরবীক্ষণের সাহায্যে এবং মঙ্গলে অভিযান চালিয়ে যা দেখা গেছে তাতে জানা গেছে মঙ্গলের ভূস্তর মরুভূমি। এক সময় আজ থেকে ২০০-৩০০ কোটি বছর আগে মঙ্গলের উপরিভাগে জল ছিল যা অনেক আগেই বিলীন হয়ে গেছে। সুতরাং মঙ্গলের ওপরে যদিও বা প্রাণী থাকে তা অণূজীবের রূপে মাটির তলায়। কিন্তু মঙ্গলে একটি অত্যন্ত তাৎপর্য পূর্ণ ব্যাপার লক্ষ্য করা গেছে। মঙ্গলের তোলা ছবি থেকে এটা স্পষ্ট যে মঙ্গলের ভেতর থেকে মাঝে মাঝেই উল্লেখযোগ্য পরিমানে জল মাটির বাইরে উঠে আসে। অর্থাৎ মঙ্গলের মাটির নিচে  জল আছে। কত নিচে আছে, ৫,১০,১৫ বা ১০০ মিটার তা আমরা জানিনা। এবং এই জল ওপর থেকে মাটির চাপে এবং তলা থেকে আসা তাপ বিকিরণে  তরল অবস্থাতেই আছে। এবং এটা নিশ্চিত জল যেহেতু আছে প্রাণের সম্ভাবনাও সেখানে বেশ ভাল। এখনও পর্যন্ত যে সব যান্ত্রিক রোবট মঙ্গলে পাঠানো হয়েছে সেগুলি কেবল মঙ্গলের আস্তরের সামান্য কিছু ভেতরে যেতে সক্ষম,সুতরাং এই মুহূর্তে আমাদের এখানে জীবনের সন্ধান করা সম্ভব না। তবে নিকট ভবিষ্যতে মঙ্গলে পৃথিবী থেকে আরো অনেক উন্নত যান্ত্রিক অভিযান যাবে যা মাটির অনেক গভীরে গিয়ে পয্যবেক্ষন করতে সক্ষম হবে২০২০ সালের মধ্যে মঙ্গলে প্রচুর অভিযান যাবে এবং গবেষণা চালান হবে। সুতরাং আশা করা যায় আগামি ১০ বছরের মধ্যেই হয়ত এই বিষয়ে আমরা সুনিশ্চিত করে কিছু জানতে পারব। 

মঙ্গলে জলের চিহ্ন 


দ্বিতীয় যে জায়গা আমাদের নজর কাড়ে তা হল বৃহস্পতির একটি বড় উপগ্রহ ইউরোপা (ইউরোপা কে খুব ছোটো দূরবীণের সাহায্যেও দেখা সম্ভব)। যা জানা গেছে ইউরোপার আস্তর ৫০০ মিটার থেকে ১ কিলোমিটার পর্যন্ত মোটা বরফে ঢাকা। কিন্তু এর তলায় আছে বহু কিলোমিটার গভীর তরল জলের মহাসাগর এই জল গ্রহের অভ্যন্তর থেকে তাপ পেয়ে খুব সামান্য পরিমানে উষ্ণ যদিও তা খুবই শীতল। কিন্তু এতো শীতল নয় যাতে প্রাণ থাকতে পারে না। এমন অনেক জায়গারই কথা জানা যাচ্ছে যা হয়ত এমনিতে খুব ই শীতল কিন্তু যেখানে প্রান থাকা অসম্ভব নয়। ইউরোপার অভ্যন্তরে পারমাণবিক শক্তির সাহায্যে অভিযান চালানোর পরিকল্পনা নাসার (NASA) আছে ভবিষ্যতে



ইউরোপার উপরিতল 

ইউরোপার অভ্যন্তর 

আর একটি অত্যন্ত কৌতূহলোদ্দীপক জায়গা হোলো শনি গ্রহের একটি চাঁদ টাইটান। টাইটানের উপরিভাগের সংগে পৃথিবীর উপরিভাগের আশ্চর্য মিল রয়েছে। এখানে রয়েছে শুধু তরল নয়, একেবারে  নদী ও হ্রদ। যদিও সে নদী ও হ্রদ তরল মিথেন ও ইথেন দিয়ে তৈরিএখানে আছে সক্রিয় আগ্নেওগিরি। আছে এমন এক বাতাবরন যাতে নাকি পৃথিবীর বাতাবরনের মূল উপাদান নাইট্রোজেন এ পরিপূর্ণ। এমন কোনো প্রাণী থাকা অসম্ভব না যেটা কিনা টাইটানে যা আছে অর্থাৎ মিথেন, ইথেন, অ্যামোনিয়া ও জল (যা কিনা টাইটানের অভ্যন্তরে আছে) কোনো এক বিচিত্র প্রাণের সূচনা করেছে। টাইটানে যাবার পরিকল্পনাও নাসার আছে তবে তা অন্তত পক্ষে ১০ বছর পরের কথা।

টাইটানের লেক 


এ ছাড়াও আছে শনির ছোট্টো উপগ্রহ এন্সেডেলাস। এন্সেডেলাস এর ব্যাস মাত্র ৫০০ কিলোমিটার। কিন্তু এর ভেতর থেকে জাইসার এর মাধ্যমে বেরিয়ে আসছে বরফ এবং লবন। এরও অভ্যন্তরে আছে তরল জল। 

       এন্সেডেলাস
যদি আমরা শুধু প্রাণের মৌলিক উপাদান গুলির কথা ভাবি অর্থাৎ তরল জল, জৈব পদার্থ ও প্রয়োজনীয় তাপ ও শক্তি তাহলে এই সৌরজগতে গ্রহ এবং উপগ্রহ মিলিয়ে এক ডজন জায়গা পাব। অধিকাংশ ক্ষেত্রেই জল আছে এর আস্তরের নিচে এই সব জায়গায় নিদেন পক্ষে অণুজীব থাকা একেবারেই অসম্ভব নয়।
১৯৯৫ সালের অক্টোবর মাসে বিজ্ঞানীরা প্রথম সৌরজগতের বাইরে একটি গ্রহের উপস্থিতির প্রমান পান। এটি পেগাসাস তারামণ্ডলে অবস্থিত এবং এটি ৫১ পেগাসি তারার চারদিকে ঘুরছে। এরপর থেকেই ক্রমশ দ্রুত গতিতে নতুন নতুন গ্রহের সন্ধান পাওয়া যেতে থাকে। ২০০৯ সালে নাসা কেপলার নামক একটি মহাকাশ যান পাঠায় যেটা অত্যন্ত সূক্ষ্ম ভাবে আকাশের একটি বিশেষ অঞ্চলে বহিঃসৌরজাগতিক গ্রহের খোঁজ করতে থাকে। সৌরজগতের বাইরের গ্রহের খোঁজ কি করে পাওয়া যায় একটু বলি।গ্রহ থেকে আলো এত কম আসে যে তারার বিশাল ঔজ্জল্যের জন্যে তাকে দূরবীনের সাহায্যে ধরা সক্ষম নয়, এর জন্যে অপ্রত্যক্ষ উপায়ের সাহায্য নিতে হয়। গ্রহ যখন তারার চারপাশে ঘোরে তখন গ্রহের মহাকর্ষ টানের ফলে তারাটি সামান্য দোলে। এছাড়াও যখন গ্রহটি তারাটির বিষুবরেখার কাছাকাছি দিয়ে যায় তখন তারাটির ঐ গ্রহের জন্যে গ্রহন হয় (যেমন চাঁদ সূর্যের সামনে চলে এলে সূর্যগ্রহন হয়)তারার এই দোলাচলের হিসেব নিকেশ এবং গ্রহণের সময় তারার আলো কতোটা কমছে সেই হিসেব করে বুঝতে পারা যায় গ্রহের ভর এবং আয়তন। তার থেকে সহজেই বার করা যায় গ্রহের ঘনত্ব। এবং গ্রহের ঘনত্ব থেকে সেটি কি পদার্থ দিয়ে তৈরি সেটা সহজেই হিসেব করে ফেলা যায়। 
    

কেপলার


       কেপলার পয্যবেক্ষনে গ্রহনের সময় কম আলো (নিচের গ্রাফ এ) যার
          থেকে গ্রহ সম্বন্ধে জানা যায়               

প্রথম দিকে যে সমস্ত গ্রহ গুলির আবিষ্কার হয় সেগুলি অধিকাংশই বৃহস্পতির মত বিশালকায় গ্যাসীয় গ্রহ। এগুলিতে প্রাণ থাকার সম্ভাবনা না থাকলেও এর উপগ্রহগুলিতে প্রাণ থাকতে পারে। যত কারিগরি দক্ষতা বেড়েছে ও পয্যবেক্ষনের সূক্ষ্মতা বেড়েছে ততই ক্ষুদ্রতর এবং এমন সব রকমের গ্রহ যা কিনা আমাদের কল্পনায় আসেনি পাওয়া গেছে। প্রায় সম্পূর্ণ জল দিয়ে তৈরি বা ধাতু দিয়ে তৈরি, ধাতু ও  জলের মিশ্রনে তৈরি সব রকমই পাওয়া গেছে। একটা কথা মনে রাখতে হবে যে কম্পিউটার মডেলিং এর সাহায্যে একথা বোঝা গেছে যে একটি সূর্যের মত তারার সৌরজগতে গড়ে ২-৫ টি গ্রহ পাথর ও জল দিয়ে তৈরি ( অর্থাৎ পৃথিবীর মত) এবং তার মধ্যে ১০-২০ শতাংশ গ্রহ বাসোপোযুক্ত ( অর্থাৎ পৃথিবীতে যেমন প্রাণী আছে তাদের বাসোপোযুক্ত) অবস্থানে রয়েছে। কোন তারার কত দূরে বাসোপোযুক্ত অবস্থান হবে তা তারাটির ঔজ্জ্বল্য ও  তাপমাত্রার ওপর নির্ভর করে। এই বাসোপোযুক্ত অবস্থানকে অনেকে গোল্ডিলক জোন বলেন। কম্পিইউটার মডেলিং আরো বলে যে পৃথিবীর মত গ্রহ যেখানে জল, পাথর ইত্যাদি আছে তেমন গ্রহের সংখ্যা বিরল তো নয়ই বরং অত্যন্ত সুলভ।
এবার দেখা যাক কেপলারের পয্যবেক্ষন কি বলছে। জুলাই ২০১৩ অবধি কেপলার ১৩৪ টি প্রমানিত ও ৩২৭৭ টি এখনও পর্যন্ত অপ্রমানিত গ্রহের এবং ৭৬ টি অন্য সৌরজগতের সন্ধান দিয়েছহে। যদিও অপ্রমানিত গ্রহ গুলির প্রায় ৯০ শতাংশই সত্যিকারের গ্রহ বলে প্রমাণিত হবে বলে আশা করা হচ্ছে।  মনে রাখতে হবে কেপলার আকাশের একটি অত্যন্ত সীমাবদ্ধ এলাকায় তার সন্ধান চালিয়েছে। সবচেয়ে বড় খবর ১২০০ আলোবছর দূরে কেপলার ৬২ঈ ও ৬২এফ নামক দুটি গ্রহের সন্ধান দিয়েছে যেগুলো খুব সম্ভব পৃথিবীর মতই জল ও পাথর দিয়ে গঠিত এবং গোল্ডিলক জোনে রয়েছে অর্থাৎ বাসোপোযুক্তএমনকি এর থেকে যে তারাটি দেখতে পাওয়া যায় সেটি বলতে গেলে আমাদের সূর্যেরই মত দেখতে লাগবে গ্রহটি থেকে। এটিকে বিজ্ঞানিরা একটি বিরাট পদক্ষেপ বলে মনে করছেন। সবচেয়ে বড় কথা কেপলার থেকে পাওয়া তথ্য থেকে বোঝা গেছে (এখনও পর্যন্ত করা গবেষণা থেকে) শুধুমাত্র আমাদের নিজস্ব ছায়াপথ বা মিল্কিওয়ে গ্যলাক্সিতেই ১০০০০ কোটি পৃথিবীর মত গ্রহ পাওয়া যাবে যা কিনা মানুষের মত প্রাণীর বসবাসের উপযোগী এই বিশ্বে ৫০০০০ কোটির বেশি গ্যালাক্সির সন্ধান পাওয়া গেছে,সুতরাং প্রাণের উপযোগী গ্রহের সংখ্যা বলতে গেলে অননুমেয়।
এখনও পর্যন্ত আমরা চেষ্টা করেছি ও করছি জানতে পৃথিবীর মত গ্রহ ( উপাদান ও তারার থেকে বাসোপযোগী দূরত্বে) আছে কিনা। এই প্রচেষ্টা আরো চলতে থাকবে। কিন্তু এতে সত্যি সত্যি প্রাণ আছে কিনা আমরা জানব কি করে? এই গ্রহ গুলি এত দূরে ( বহু আলোক বর্ষ দূরে) যে কোনো নিকট বা দূর ভবিষ্যতেও আমাদের পক্ষে সেখানে যাওয়া সম্ভব না। তবে যেটা করা যেতে পারে ও শীঘ্রই আমরা করব তা হল বিশাল বিশাল দূরবীক্ষণের সাহায্যে এই গ্রহ থেকে আসা আলোকে বিশ্লেষন করে জানব যে প্রাণ থাকলে ওই  সব গ্রহের বায়ুমন্ডলে যেসব উপাদান গুলি থাকার কথা সেগুলি আমরা পাচ্ছি কিনা।  এই সব উপদান গুলি হল ওজোন, জল, অক্সিজেন, মিথেন ইত্যাদি। প্রাণ না থাকলে সাধারন বৈজ্ঞানিক কারণে এই গুলি থাকার সম্ভাবনা, বিশেষতঃ একসঙ্গে, খুব কম ( মনে রাখতে হবে প্রাণ না থাকলে অক্সিজেন ১০ লক্ষ্য বছরের মধ্যে বায়ুমন্ডল থেকে বিক্রিয়া করে নিঃশেষ হয়ে যাবে)সুতরাং এই গুলি বায়ুমণ্ডলে পাওয়া গেলে ধরে নিতে পারি যে সেখানে প্রান আছে। এই জন্যে এখন চিলি তে ভি. এল. টি , অ্যারিজোনাতে এল. বি. টি ,যারা অত্যন্ত অল্প আলো সংগ্রহ করতে পারে এমন টেলিস্কোপ সবে তৈরি করা হয়েছে। এই গুলি এবং জেমস ওয়েব টেলিস্কোপ যা ২০১৮ সালে মহাকাশে পাঠানো হবে এই ধরনের গবেষণা করবে। এর ফলে আশা করা যায় আগামি ১০ বছরের মধ্যে অন্য কোনো গ্রহ তে প্রাণ আছে কিনা তার উত্তর আমরা পেয়ে যাব

জেমস ওয়েব মহাকাশ দূরবীন

 তবে এ কথা মনে রাখতে হবে যে পৃথিবী ২.০ যখন পাওয়া যাবে তা কিন্তু পুরোপুরি আমাদের মতন হবে না। দ্বিতীয়ত আমরা যদি ভাবি যে আমাদের পৃথিবীতে কোনো সমস্যা হলে সেখানে আমরা বসবাস করতে, পারবো বা নেহাৎই বেড়াতে যেতে পারবো তা কিন্তু ভুল ধারনা। কারন এগুলি কয়েক থেকে কয়েকশ বা তারো বেশি আলো বছর দূরে হবে এবং সেখানে যাবার জন্যে যে বিজ্ঞান ও কারিগরির দরকার তা কবে আসবে এবং আদৌ আসবে কিনা আমরা জানিনা।
এতো গেল কত জায়গায় প্রাণ থাকতে পারে তার একটা মোটামুটি হিসেব। কিন্তু উন্নত মানের প্রাণী, যারা কিনা বুদ্ধিমান আমাদের মতন বা তার চেয়েও বেশি? সেটা আছে কিনা কিম্বা থাকলে কত জায়গায় থাকতে পারে?
এর একটা আন্দাজ পেতে গেলে আমাদের পৃথিবীতে বুদ্ধিমান প্রাণী কত আছে তার একটা ফর্দ করতে হয়। যদিও আমরা অণুজীব বা microbes দের বুদ্ধিমান প্রাণী ভাবি না তাদের ক্ষমতা কিন্তু আমরা যা ভাবি তার চেয়ে অনেক বেশি। অনূজীবরা বেশ উন্নত জৈবিক কারখানা এবং এরা চৌম্বক ক্ষেত্র বুঝতে পারে, ন্যানো ওয়্যার ( nano wires) তৈরি করতে সক্ষম, এদের গোষ্ঠীগত ক্ষমতা আছে বায়ুমণ্ডল কে অনুভব করার এবং এরা অন্য অণূজীবের সঙ্গে সখ্যতা পাতাতে পারে। 



অণূজীবের কেরামতি

এবার নানারকম কীটেদের কথায় আসি। আমরা যাদের উই পোকা বলি তারা তাদের নিজেদের মাপের তুলনায় বিশাল বড় আয়তনের কাঠামো তৈরি করতে পারে। আমরা যেগুলোকে উই ঢিপি বলি সেগুলো সময় সময় এত বড় হয় যে যদি আমরা তুলনামূলক মাপের কথা ভাবি তাহলে এগুলো উই এর মাপের তুলনায় উচ্চতায় মানুষের তৈরি স্কাই স্র্যাপারের চেয়ে উঁচু।

উই ঢিপি

 অনেক কীটের তাদের নিজেদের একক বুদ্ধির বদলে চাকের কলোনিতে সমষ্টি গত ভাবে বুদ্ধি ছড়িয়ে থাকে, এদের বেশ জটিল সামাজিক ব্যবহার আছে, এরা বিশেষ কিছু কাজে দক্ষ এবং এরা রাসায়নিক ভাবে একে অন্যের সাথে যোগাযোগ রাখতে পারে।

সাধারন কীট 

পোষা প্রাণী দের মধ্যে কাকাতুয়া  পাখি জাতীয় প্রাণীর বেশ মজার ব্যক্তিত্ব দেখা যায়, এরা কথা বলতে পারে এবং শূন্যের ধারণা করতে পারে। দেখা গেছে কাক কে একটি বোতলের মধ্যে খাবার ও একটি তার জাতীয় কিছু রেখে দিলে সে সেই তার বেঁকিয়ে সেটাকে কাজে লাগিয়ে খাবার তুলে নিতে সক্ষম। ইঁদুররাও বেশ জটিল। এরা যৌন সঙ্গম আঁচ করতে পারে, এবং এরা নিজেদের চিন্তার সম্পর্কে ভাবতে পারে (meta cognition)


ইঁদুর ও কাকাতুয়া 

আর আছে এমন সব প্রাণী যাদের বুদ্ধির সম্বন্ধে আমাদের কোনো সম্যক ধারণা নেই এবং যাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনাযেমন সামুদ্রিক প্রাণীগোষ্ঠী সেফালোপড (cephalopods উদাহরন অক্টোপাস)। এদের মস্তিস্ক শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে এবং এর একটা হাত কেটে বাদ দিলে সেটা একটা স্বয়ংসম্পূর্ণ জীবের মত আচরন করে। এছাড়াও সমুদ্রে ডুবুরিরা অনেক সময় এদের অদ্ভুত কিছু ক্ষমতার পরিচয় পেয়েছেন। এরা পৃথিবীর মধ্যে থেকেও আমাদের কাছে অন্য গ্রহের বাসিন্দা। অন্য গ্রহের প্রাণীর খবর করতে গেলে এদের সম্মন্ধে আমাদের আরো অনেক জানতে হবে।

সেফালোপড 

যদি দেহের ওজনের সঙ্গে মস্তিস্কের ওজনের তুলনা করি তাহলে আমরা যদিও বিশিষ্ট কিন্তু অন্যান্য কিছু প্রাণীর চেয়ে দারুন কিছু আলাদা না।

 বিভিন্ন প্রাণীর দেহ ও মস্তিস্কের ওজনের তূলনা

 যেমন অর্কা নামক ডলফিন যাদের killer whale বা খুনি তিমিও বলা হয়এদের কোনো স্বাভাবিক শত্রু নেই (মানুষ ছাড়া), মস্তিস্ক দেহের তুলনায় মানুষের মত বড় এবং জটিল, বেশ দুরুহ ভাষায় নিজেদের মধ্যে কথা বলে, নিজেদের সংসার এবং সমাজ আছে, নিজেদের ছেলেমেয়েদের লালন পালন করে (মানুষ ঠিক যতটা বয়েস অবধি করে এদের আয়ুর অনুপাতে ঠিক ততটা অবধি), বিবাহের মত একজনকে সারা জীবনের সাথী করে ইত্যাদি। এদের গাড়ি, বোমা, সেল ফোন বা ইন্টারনেট নেই তার একমাত্র কারণ বোধহয় এদের আঙ্গুল নেই এবং এতে এদের কোনো ক্ষতিও নেই কিন্তু এরা এদের পরিবেশের সঙ্গে অসাধারণ ভালো ভাবে নিজেদের মানিয়ে নিয়েছে।

অর্কা 
আমরা যদি প্রাণীর বুদ্ধি বিকাশের হার দেখি তাহলে তা অত্যন্ত দ্রুততার সঙ্গে ঘটেছে গত ২০ লক্ষ্য বছরে এবং বিশেষত গত ১ লক্ষ্য বছরে। দেহের ওজনের তুলনায় মস্তিস্কের ওজনের বৃদ্ধির হার লক্ষ্য করলে বোঝা যায় যে মানুষ জাতীয় প্রাণীর মস্তিস্কের তুলনামুলক ওজন বৃদ্ধি খুব সাম্প্রতিক ঘটনা এবং বিগত ৫ কোটি বছরের মধ্যে অন্য জগতের প্রাণী এখানে এলে বুদ্ধিমান প্রাণী বলতে তিমি এবং ডলফিনদেরি ( বা তাদের পূর্বপুরুষ ) দেখতে পেত।

মস্তিস্কের বিকাশের হার 

প্রাণ কত রকম বিভিন্ন হতে পারে তার একটা হিসেব করা যাক। প্রথমত প্রাথমিক কোষ বা সেল গুলি অনেক বিভিন্ন হতে পারে। দ্বিতীয়ত আমরা সাধারানত যে জিনের প্রাকৃতিক বাছাই  ও পরিবর্তন (natural selection and mutation) ধীর গতিতে দেখতে পাই তার বদলে জিন বিনিময়ের (gene swapping) ফলে অনেক দ্রুততর গতিতে জীবনের পরিবর্তন সম্ভব। তৃতীয়ত প্রাণ যা করে তার জন্যে প্রথাগত সেল বা কোষের প্রয়োজন নাও হতে পারে। প্রাণীর কোষ নয় এমন কিছু পারস্পরিক যোগাযোগের মাধ্যমে প্রাণীর মত আচরন করতে সক্ষমখুব ক্ষুদ্র জৈবিক কণা সারা গ্রহে ছড়িয়ে থাকা ভু-প্রযুক্তিতে ( geo engineering) প্রাণীর কাজ করতে পারে।এছাড়া ডি. এন. এর মূল বা জেনেটিক কোডে পরিবর্তন করে অন্য জাতীয় প্রাণের সৃষ্টি হতে পারে। এমনকি আমরা প্রাণ বলতে যা জানি অর্থাৎ ডি.এন. এ ,আর. এন. এ ও প্রোটিন এর বাইরেও প্রাণ হতে পারে যা আমরা জানিনা। আমাদের জেনেটিক কোডে বেশ কয়েকটি ডিভিডি এর সমান তথ্য লেখা থাকে কিন্তু জৈব রসায়নের মৌলিক নীতি অনুযায়ী এর চেয়ে বেশি তথ্য ঢোকানো যেতে পারে যা অনেক দ্রুততর বিবর্তনের সূত্রপাত করতে পারে। এমন কোনো প্রাণ হতে পারে যা হয়ত কার্বন ও জল ছাড়াই উদ্ভূত হতে পারে। এবং পরিশেষে এমন প্রাণ থাকতে পারে যা আমরা প্রাণ বলে বুঝতে পারবো না।


                      গ্রহান্তরে সম্ভাব্য প্রানের রকমফের

 আমাদের জীবনের সূচনা ৩৬০ কোটি বছর আগে হলেও  তথ্যের বিস্তারের ইতিহাস এরকম -  মানুষের জন্ম (কয়েক লক্ষ বছর), সভ্যতার বিস্তার বই এর উদ্ভাবন (কয়েক হাজার বছর ) এবং পরিশেষে গত কয়েক দশকে কম্পিউটার ও ইন্টারনেটের উদ্ভাবন যা তথ্যের প্রচার জীবনের শুরুতে যা ছিল তার ১০১৯ গুন করে দিয়েছে। আমি আগেই বলেছি আর ২০-৩০ বছরের মধ্যে কম্পিউটার ও রোবটের বুদ্ধি মানুষের তুলনীয় হয়ে যাবে এবং আমরা অন্য গ্রহে নিজেরা না যেতে পারলেও এই সব রোবট কে পাঠাতে পারব এবং যদি আমরা রিলেটিভিটি তত্ত্বের বেগের গতিবেগের ওপর নিষেধাজ্ঞা মেনেও আলোর গতির এক দশমাংশ গতিতে বিভিন্ন গ্রহে যাই তাহলে আমাদের পুরো ছায়াপথে উপনিবেশ গড়তে ১.৫ কোটি বছর লাগবে।




রোবটের সাহায্যে এই গ্যালাক্সিতে উপনিবেশ স্থাপন 

১৯৫০ সালে বিশিষ্ট বিজ্ঞানী এনরিকো ফারমি একটি সুন্দর কথা বলেছিলেনআমাদের সভ্যতা এখনও খুব স্বল্পবয়স্ক  এবং আমাদের সভ্যতা ও প্রযুক্তির স্বাভাবিক বিবর্তনের ফলেই আর অল্প কিছু দিনের মধ্যে অন্য গ্রহে পাড়ি দেব। তিনি অনুমেয় অসংখ্য বসবাস যোগ্য জায়গার কথা ভেবে বলেছিলেন যে এমন হওয়া খুবই সম্ভব যে এমন গ্রহ আছে যা ঠিক আরেকটি পৃথিবীর মত কিন্তু যা পৃথিবীর চেয়ে ৬ কোটি বছর আগে জন্মেছে। সুতরাং সেখানকার প্রাণী স্বাভাবিক নিয়মে এতটাই এগিয়ে আছে যে আমরা তাদের কাছে খুব নিম্ন ধরনের আ্যনারোবিক ব্যাক্টিরিয়ার সমান। 

এনরিকো ফারমি 

ফারমির কথার নানারকম উত্তর হতে পারে। ১) আমরা একক। আর কোথাও সভ্য ও প্রযুক্তিতে উন্নত প্রাণ নেই, আমাদের সভতা এক আকস্মিক ঘটনা।২) এরকম সভ্য প্রাণী খুব বিরল এবং আমরা স্থান ও কালের দ্বারা একের অন্যের থেকে বহু বহু দূরে। এই মহাবিশ্ব অত্যন্ত বড় জায়গা, এমনকি আমাদের নিজেদের গ্যালাক্সিও খুব বড় জায়গা। ৩) তারা আছে কিন্তু আমাদের তাদের চিনতে পারার ক্ষমতা নেই। ৪) তারা আছে এবং তারা এতটাই উন্নত যে তারা আমাদের অত্যন্ত তুচ্ছ ভাবে ও আমাদের সম্বন্ধে কোনো আগ্রহ নেই। পরিশেষে এও হতে পারে যে পৃথিবীতে প্রাণ সৃষ্টি করেছে আদপে বাইরের কোনো সভ্য প্রাণী।




আমাদের সঙ্গে অন্য জগতের প্রাণীর যোগাযোগ কি ভাবে হবে বা হতে পারে? মনে হয়না আমরা তাদের লুচি মণ্ডা মিঠাই দিয়ে আমন্ত্রন করতে পারবো। একটা অদ্ভুত সম্ভাবনা হচ্ছে তারা এখনি আমাদের মধ্যে আছে কিন্তু তাদের আমরা চিনতে পারছি না। এটা যদি সত্যি হয় তা হলে যুক্তি অনুযায়ী আপনি বা আমিও অন্য গ্রহ থেকে এসে থাকতে পারি। কিন্তু যদি এটাকে একটু উড়িয়ে দিই তাহলে আমরা কি পাই? এই ছায়াপথে আমাদের মত বা ততধিক সভ্য ও প্রযুক্তিতে উন্নত প্রাণীর সম্ভাবনা হিসেব করতে ফ্র্যাঙ্ক ড্রেক নামে এক বিজ্ঞানী একটি সহজ সমীকরনের (Drake equation) আবিস্কার করেছেন। এটিকে লিখলে দাঁড়ায়



N= আমাদের গ্যালাক্স্যিতে উন্নত সভ্যতার সংখ্যা যার সঙ্গে আমাদের যোগাযোগ সম্ভব

R*= আমাদের গ্যালাক্সিতে বাৎসরিক গড়পড়তা তারার সংখ্যা
fp= এই তারা গুলির মধ্যে যে ভগ্নাংশে গ্রহ আছে
ne= গ্রহ সম্বলিত তারা গুলির মধ্যে যে ভগ্নাংশে প্রাণ থাকা সম্ভব
fl=  প্রাণ থাকতে পারে এমন গ্রহগুলির যে ভগ্নাংশে বাস্তবিক প্রাণের সৃষ্টি হয়েছে
fi= প্রাণের সৃষ্টি হয়েছে এমন গ্রহগুলির মধ্যে যে ভগ্নাংশে সভ্য উন্নত প্রাণ তৈরি হয়েছে
fc= সেইসব সভ্যতা গুলির যে ভগ্নাংশ এমন প্রযুক্তি তৈরি করেছে যাতে তাদের পাঠানো সংকেত ধরা যেতে পারে
L= যে সময় ধরে এই সংকেত এই সভ্যতাগুলি পাঠাচ্ছে
এই সমীকরণ সহজবোধ্য এবং এটি ক্রমান্বয়ে ছোট হতে থাকা একটি সংখ্যা। কেবল শেষ অংশ এল নিয়ে একটু বলি। এমন হতে পারে যে বিভিন্ন কারনে এই সব উন্নত সভ্যতা হয়ত কিছু দিনের মধ্যেই ধ্বংস হয়ে যেতে পারে ( যেমন পারমানবিক বোমা বা গ্রহের তাপমাত্রার বিশেষ পরিবর্তন গ্রীন হাউস গ্যাসের জন্যে)। সুতরাং সভ্য প্রাণী উদ্ভূত হলেও তা কত দিন ধরে টিকে থেকে এই সব সংকেত পাঠাবে তা অনুমানের বিষয়। এই সমীকরণের প্রথম তিনটি সংখ্যা বিজ্ঞানের সাহায্যে খুব শীঘ্রই নির্ণীত হবে বা ইতঃপুর্বে নির্ধারিত হয়েছে। বাকি সংখ্যা গুলি নির্ধারণ এখনও পুরোপুরি ব্যক্তিগত অনুমান ভিত্তিক। 

ড্রেক সমীকরণ

 মানুষ যেসব মহাকাশ যান পাঠিয়েছে তার মধ্যে পায়োনীয়ার ১০ এ বোতলের মধ্যে রাখা মানব জাতির সম্বন্ধে তথ্য সম্বলিত কিছু চিহ্ন  ও ভয়েজারে একটি গ্রামোফোন রেকর্ড পাঠানো হয়েছে আমাদের সভ্যতা ও বুদ্ধির নিদর্শন স্বরূপ। এই দুটিই এখন সৌরোজগত ছাড়িয়ে মহাশুন্যে পাড়ি দিয়েছে এবং কোনো দিন হয়ত অন্য কোনো সভ্যতার হাতে পৌঁছে যাবে।

              পায়োনীয়ার এ পাঠানো ছবি                            

ভয়েজারে পাঠানো রেকর্ড 

বাইরের জগত থেকে আসা সঙ্কেত ধরার জন্যে একটি বিশেষ কায্যক্রম গত ৫০ বছর ধরে চলছে যার নাম সেটি (SETI or Search For Extraterrestrial Intelligence)।  এতে বহির্জগত থেকে আসা রেডিও সঙ্কেত ও অপটিক্যাল পালস লেসার সঙ্কেত ধরার ব্যবস্থা রয়েছে ও সঙ্কেত পাঠানো হচ্ছেযদিও গত ৫০ বছরে কোনো উল্লেখযোগ্য সঙ্কেত আমরা পাইনি কিন্তু আগামী ২০ বছরের মধ্যে এই গবেষণা অত্যন্ত উত্তেজক হতে চলেছে কারন ততদিনে আমরা আমাদের থেকে ৩০০০ আলোবছর দূরত্বের মধ্যে প্রায় ১০ কোটি তারার গ্রহ থেকে আসা কোনো সঙ্কেত ধরে ফেলতে পারব এবং তারা আমাদের সঙ্কেত ধরতে পারবেসুতরাং এখনকার অনেকেরি জীবৎকালের মধ্যে বাইরের সভ্যতার সঙ্গে যোগাযোগের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে এই বিষয়ে একটা কথা উল্লেখযোগ্য যে আমরা যে সভ্যতা ধরতে পারব তারা আমাদের সভ্যতার ভীষণ কাছাকাছি হবে এই কারনে যে আমরা আর কিছুদিনের মধ্যেই এত উন্নত হয়ে যাব যে তখন আর আমরা রেডিও সঙ্কেত বা লেসার পালস ব্যবহার করব না। 
সেটি
বাইরের সভ্যতার সঙ্গে আমাদের যে সুখের হবে তার অবশ্য কোনো নিশ্চয়তা নেই তার কারন ১) তারা আমাদের অবজ্ঞা করতে পারে, ২) তারা আমাদের তাদের শিকার বা খাবার হিসেবে ভাবতে পারে ও আক্রমন করতে পারে।
এই প্রবন্ধ শেষ করব একটি উদাহরন দিয়ে। আমরা যত গ্রহ কেপলারের সাহায্যে জানতে পেরেছি তার সংখ্যা আমাদের একটি আঙ্গুলের সামনে এক চিমটে বালুকনার সমান।এই সংখ্যা ৩০০০ এর মত। আগেই বলেছি যে আমাদের গ্যালাক্সিতেই ১০০০০ কোটি বসবাস যোগ্য গ্রহের সম্ভাবনা দেখা দিয়েছে। এখন যদি পুরো দৃশ্যমান ব্রহ্মাণ্ডের ৫০০০০ কোটির বেশি গ্যলাক্সির কথা ভাবি তাহলে বাসযোগ্য গ্রহের সংখ্যা আমাদের দীঘায় বসে যে সমুদ্রসৈকত দেখতে পাই তাতে যত বালুকনা আছে তার সমান বা বেশি। এখন এর মধ্যে কত গ্রহে প্রাণের উৎপত্তি হয়েছে এবং সেই প্রাণ আমাদের এই সভ্যতার মত উন্নত হয়ে অন্য জগতের প্রাণের সন্ধান চালাচ্ছে তার সংখ্যাটা আপনি নিজেই মনে মনে ভেবে আন্দাজ করে নিন।
   
যে কটি গ্রহ কেপলার দেখেছে 

যে কটি গ্রহে প্রাণ থাকতে পারে